শিরোনাম
নবনিযুক্ত জবি উপাচার্যকে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ২২:১৮
নবনিযুক্ত জবি উপাচার্যকে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।


৩০ নভেম্বর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানান তিনি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে নিয়োগ দেয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠার দেড় যুগ পর প্রথম নারী উপাচার্য পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


উপাচার্য ড. মশিউর রহমান অভিনন্দন বার্তায় বলেন, ‘ড. সাদেকা হালিম ইতোমধ্যে একজন প্রগতিশীল সমাজসংস্কারক মানুষ হিসেবে পরিচিতি অর্জনে সক্ষম হয়েছেন। তিনি একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানী। তার পিতা অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরী অত্যন্ত সফলতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। ড. সাদেকা প্রগতিশীল পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান সবসময়ই সুদৃঢ়।’ উপাচার্য অভিনন্দন বার্তায় প্রত্যাশা করে বলেন, ড. সাদেকা হালিমের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি আধুনিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অগ্রসর বিদ্যাপীঠে রূপ নেবে।’


উল্লেখ্য, ৩০ নভেম্বর, বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ড. সাদেকা হালিম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


বিবার্তা/রাসেল/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com