শিরোনাম
ইবির শেখ হাসিনা হল কালচারাল ক্লাবের নেতৃত্বে সাফিয়া-নৌশিন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৪
ইবির শেখ হাসিনা হল কালচারাল ক্লাবের নেতৃত্বে সাফিয়া-নৌশিন
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল কালচারাল ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফিয়া হককে সভাপতি ও ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নৌশিন সাইয়ারাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


২৪ সেপ্টেম্বর, রবিবার সংগঠনটির প্রধান উপদেষ্টা ও হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল এই কমিটির অনুমোদন দেন।


১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি হামিদা খাতুন ও সামশুন্নাহার শাম্মী, যুগ্ম-সাধারণ সম্পাদক নৌশিন তাসনিয়া অর্নি, সাংগাঠনিক সম্পাদক কুররাতুল আইন, দাপ্তরিক সম্পাদক হাসনা হেনা, অর্থ সম্পাদক সাজিয়া তাসনিম আপন, উপ-অর্থ সম্পাদক মনিরা বিথী, প্রচার সম্পাদক তাসনিম হাকিম প্রিয়া, উপ-প্রচার সম্পাদক শাপলা খাতুন, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক বিজিতা আবৃত্তি, উপ-ইভেন্ট-ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক সাদিয়া ফাতেমা মেঘলা, সাংস্কৃতি-বিষয়ক সম্পাদক কাকন সরকার, উপ- সাংস্কৃতি-বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার।


এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আফসানা জামান তিনা, আরিফা সেতু, জান্নাতুল তামান্না ও শারমিন শিলা।


এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি সাফিয়া হক বলেন, দেশরত্ন শেখ হাসিনা হল কালচারাল ক্লাবের কাজ হলো হল ভিত্তিক যাবতীয় সাংস্কৃতিক বিষয় আয়োজন করা। হল কালচারাল ক্লাব তাদের কার্যক্রমের মাধ্যমে হলের মেয়েদেরকে সাংস্কৃতিক অঙ্গনে আরো দক্ষ করে তুলতে কাজ করবে। এই ক্লাবের সাথে থাকবে সবাই, এটি প্রত্যাশা।


বিবার্তা/জায়িম/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com