শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা অধ্যাপকের সাক্ষাৎ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৬
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চীনের সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক লিউ জংগুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।


২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে তাঁরা সাক্ষাৎ করেন।


এসময় চীনা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস, ল্যাং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অফিস অব দ্য ইন্টারন্যাশনাল আফেয়ার্স-এর পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তুজা উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইনিজ স্টাডিজ সেন্টারের উদ্বোধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।


এই সেন্টারে বিভিন্ন বিষয়ের উপর নিয়মিতভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা এবং বক্তৃতা অনুষ্ঠিত হবে। সেন্টারের জন্য চীন সরকার বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান এবং পর্যাপ্ত বই উপহার হিসেবে প্রদান করবে। উভয় দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে চীন সরকার দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও বেশি যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।


বিবার্তা/ছাব্বির/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com