শিরোনাম
ইবির সাদ্দাম হলে বিদায় সংবর্ধনা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৮
ইবির সাদ্দাম হলে বিদায় সংবর্ধনা
ইবি সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের ২০১৬-১৭ এবং ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অন্তিম উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় হলের ডাইনিংয়ে এর আয়োজন করে হল প্রশাসন।


অনুষ্ঠানে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রসিদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফুল আলম।


এছাড়াও হলের আবাসিক শিক্ষক ড. সুতাপ কুমার ঘোষ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, মিঠুন বৈরাগী, তানিয়া আফরোজ, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘তোমাদেরকে মনে রাখতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে পরিবারের জন্য কিছু যদি না করতে পারো তাহলে সকল চেষ্টাই বৃথা। তাই তোমাদের নিজেদের যে দক্ষতা অর্জিত হয়েছে, সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে সেটাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে এবং সমাজে নিজেদের আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করতে হবে। এটাও খেয়াল রাখা উচিত এখান থেকে যাওয়ার সময় তোমাদের পরবর্তী ছোট ভাইদের জন্য এই জায়গাটা ভালোভাবে রেখে যেতে পারছো কি না। আমাদের সবসময় ভালোকে গ্রহণ করতে হবে এবং খারাপকে বর্জন করতে হবে।’


এর আগে বিকাল পাঁচটায় বিদায়ী কর্মসূচির অংশ হিসেবে রম্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিদায়ী ৯৯ জন শিক্ষার্থীর মাঝে বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


এদিকে বিদায় উপলক্ষ্যে আয়োজনের ২য় দিন ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার হল ক্রিকেট মাঠে অন্তিম কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে জনপ্রিয় ব্যান্ড সোনার বাংলা সার্কাস, দ্যা ভাইপার্স, মাশা, জেমস সম্রাট ও ওয়েব দ্যা ব্যান্ড এর শিল্পীরা গান পরিবেশন করবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।


বিবার্তা/জায়িম/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com