উপবৃত্তির আওতাধীন প্রতিষ্ঠান প্রধানদের তথ্য পাঠানোর নির্দেশ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১৫:৩৭
উপবৃত্তির আওতাধীন প্রতিষ্ঠান প্রধানদের তথ্য পাঠানোর নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঠিক তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।


সোমবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার (এইচএসপি-এমআইএস)- এর ব্যবহার সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঠিক মোবাইল নম্বর এইচএসপি-এমআইএস সফটওয়্যারে সংরক্ষণ থাকা প্রয়োজন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাসওয়ার্ড ব্যবস্থাপনার জন্য ওটিপি প্রেরণ এবং সে মোতাবেক তথ্যাদি সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ছক মোতাবেক তার আওতাধীন উপজেলা/থানার স্কিমভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যাদি সংগ্রহপূর্বক একত্রিত করে এক্সেল শিটের মাধ্যমে সফটকপি স্কিমের [email protected] ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে স্কিমের ঠিকানায় ই-মেইল পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।


বিবার্তা/রাসেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com