ঢাবি-এ টেকসই ভূগর্ভস্থ পানি উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৯:১২
ঢাবি-এ টেকসই ভূগর্ভস্থ পানি উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে আজ ২৪ জুলাই ২০২৩ সোমবার ‘দি বেঙ্গল ওয়াটার মেশিন এন্ড সাসটেইনেবল গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান। এছাড়া, আরও বক্তব্য রাখেন ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা, ড. মুহাম্মদ শামসুদ্দোহা এবং অধ্যাপক রিচার্ড টেলর।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির উন্নয়ন ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পানির সুরক্ষা ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই কর্মশালা থেকে ভূগর্ভস্থ বা ভূপরিস্থ পানির নিরাপদ ব্যবহার সম্পর্কে বাস্তবমুখী সুপারিশ পাওয়া যাবে।


কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার গবেষক, স্টেকহোল্ডার, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


বিবার্তা/ছাব্বির/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com