
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর গণরুম বিলুপ্তিসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।
শনিবার (৩ জুন) সন্ধ্যা সাতটায় মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। এসময় দাবি না মানা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা।
ইংরেজি ৪৭ ব্যাচের শিক্ষার্থী আলিফ মাহমুদ বিবার্তাকে বলেন, 'এই প্রশাসন হল দিতে ব্যর্থ হয়েছে। যার ফলে র্যাগিং কালচার বাড়ছে৷ গতকালও কামালউদ্দিন হলে একজনকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছে। প্রশাসন হল খুলতে পারেনি সিট সংকটে। প্রত্যয়ের তিন দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করছি। প্রশাসনের ছত্রছায়ায় ক্ষমতাসীন শিক্ষার্থীরা গণরুম টিকিয়ে রেখেছে।'
৪৯ ব্যাচের শিক্ষার্থী নবীন কিশোর বিবার্তাকে বলেন, 'প্রত্যায় নিজের সিটের জন্য বসেনি, সে সকল ছাত্রদের দাবি পূরণের জন্যই অনশনে বসেছে। তার দাবির সাথে প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সে অনশন চালিয়ে যাবে।'
দর্শন ৫১ ব্যাচের শিক্ষার্থী সজিব আহমেদ বিবার্তাকে বলেন, ' এই গরমের মধ্যে আমরা একরুমে ৪১ জন থাকি। রাতে বড়রা নির্যাতন করে। ওয়াশরুমেও ফরমাল ড্রেসে যেতে বাধ্য করে। আমাদের উপাচার্য কি এই পরিস্থিতি বিবেচনা করে? গণরুম বিলুপ্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করা হলেও মুঠোফোনে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলমকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গণরুম বিলুপ্তি, মেয়াদোত্তীর্ণদের অবিলম্বে হল ত্যাগ ও বৈধ শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিত করার দাবিতে গত বুধবার সন্ধ্যা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন সামিউল ইসলাম প্রত্যায় নামে এক শিক্ষার্থী। ৭২ ঘন্টা ধরে অনশনরত ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী প্রত্যায়ের সাথে সংহতি প্রকাশ করেন তারা।
বিবার্তা/আয়েশা/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]