ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৯:১৪
ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আজ রবিবার (০৭ মে) তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এর কম্পিউটার ব্যবহারিক শ্রেণীকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ ইনস্টিটিউট থেকে মনোনীত সম্মানিত শিক্ষক/ কর্তব্যরত কর্মকর্তাদের নিয়ে "Teaching Evaluation" শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।


কর্মশালায় "Program Entry, Syllabus Entry, Course Entry, Academic Operation Creation, Course Offering Course Teacher Selection, Course Enrolment, Exam Committee" বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান (পরিচালক, আই.সি.টি. সেল, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. মোহাম্মদ শফিউল আলম খান (অধ্যাপক এবং পরিচালক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়), এবং জনাব মো. সাদিক সরোয়ার (কম্পিউটার প্রোগ্রামার, আই.সি.টি. সেল, ঢাকা বিশ্ববিদ্যালয়) আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।


Centre of Excellence in Teaching & Learning (CoETL) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক Excellence in Teaching-Learning (ETL) হিসেবে যাত্রা শুরু করার পর Teaching Evaluation" শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। মূলত পূর্বের CoETL এর কর্মপরিধি অনুসরণে ETL, Institutional Quality Assurance Cell (IQAC), DU ধারাবাহিকভাবে উচ্চ শিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা, বিশেষ বক্তৃতা আয়োজন করবে।


অনুষ্ঠানটির সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান (পরিচালক, আইকিউএসি-ডিইউ) স্বাগত বক্তব্য প্রদান করেন। অধ্যাপক ড. এ.টি.এম সামছুজ্জোহা (অতিরিক্ত পরিচালক, ইটিএল, আইকিউএসি-ডিইউ) কর্মশালাটি সঞ্চালনা করেন।


বিবার্তা/ওমর ফারুক/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com