ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের ইফতার বিতরণ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ২১:৪৮
ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের ইফতার বিতরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার  অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটি। 


শনিবার, ১৫ এপ্রিল বিকেলে ঢাবির টিএসসি সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ অফিসে পরিচিত সভা শেষে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি।


ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খাদিমুল বাশার জয়, সাধারণ সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয়, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, মোজাম্মেল হক লেনিন, আজিম উদ্দিন লিটন, খন্দকার লুৎফুল আজম, আশরাফুল ফাহাদ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ফিরোজ আহমেদ সুজন, আশরাফুল ইসলাম, কানিজ ফাতেমা, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী রেজা, শের সম্রাট খান, ইঞ্জিনিয়ার এনামুল হক, সদস্য মিজানুর রহমান, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক আল ইমরান, বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ। 


অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা সমগ্র বাংলাদেশ অসহায় ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজ ঢাবির টিএসসিতে ছিন্নমূল মানুষদের মাঝে ইফতারের সময় প্রায় ২০০ খাবার প্যাকেট বিতরণ করেছি। সমাজের বিত্তবান মানুষদের নিকট আহ্বান, সামর্থ্য অনুযায়ী আপনারাও এগিয়ে আসুন। অসহায় ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসব অসহায় ছিন্নমূল মানুষদের কষ্ট লাঘব করা সম্ভব। স্বাধীনতা বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। এদের সকল ষড়যন্ত্র রুখে দিবে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড।"


সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স বলেন, "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা শেষে ঢাবির টিএসসিতে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে আমরা ইফতার বিতরণ করেছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে রাজধানীতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমগ্র দেশে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে এব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা বহালসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সকল অধিকার আদায়ের জন্য মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড অতীতের ন্যায় ভবিষ্যতে আরোও অগ্রণী ভূমিকা পালন করবে।"


বিবার্তা/রাসেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com