নোবিপ্রবিতে কালচারাল ফুড উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:২৬
নোবিপ্রবিতে কালচারাল ফুড উৎসব অনুষ্ঠিত
নোবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট  বিভাগের আয়োজনে কালচারাল ফুড উৎসব অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার, ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়।


জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শীলামণি হাফসার তত্বাবধানে কালচারাল ট্যুরিজম কোর্সের অংশ হিসেবে বিভাগটির তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা এ আয়োজন করেন। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সকল খাবার দিয়ে সাজানো হয় স্টল। যেখানে পরিবেশন করা হয় ৭০ এর অধিক বাহারি খাবার। 


এসময় স্টলগুলোতে ভীড় জমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রথমবারের মতো বিভাগটির এ আয়োজনে শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


বিবার্তা/সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com