শিরোনাম
ইইউবিতে ‘সাস্টেইনেবল বিল্ডিং মেটেরিইয়ালস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ২১:১৪
ইইউবিতে ‘সাস্টেইনেবল বিল্ডিং মেটেরিইয়ালস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গাবতলীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-ইইউবিতে সাস্টেইনেবল বিল্ডিং মেটেরিইয়ালস এন্ড সলুশন্স বিষয়ক একদিনের কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১মার্চ) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দিনব্যাপী উক্ত কর্মশালার আয়োজন করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। কর্মশালার সহযোগিতায় ছিলেন লাফার্জ হলসিম কোম্পানি।


সিভিল বিভাগের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো ইইউবির ভাইস চেয়ারম্যান মকবুল আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাফার্জ হলসিমের টেকনোলজি বিভাগের প্রধান ফখরুদ্দিন খান।


সিভিল বিভাগের শিক্ষক কামাল হাসান এবং অদিতি জাহান তন্বীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রেজিস্ট্রার ইউনুসুর রহমান, প্রক্টর কাজী বজলুর রহমান, সিভিল বিভাগের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক এমদাদুল হক, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ হজরত আলী এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আবু তাহের।


রেজিস্ট্রার ইউনুসুর রহমান বলেন, এই কর্মশালায় দু'পক্ষই লাভবান হয়েছে। শিক্ষার্থীরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করেছেন। অন্যদিকে, কোম্পানি একঝাঁক শিক্ষিত তরুণদের দিয়ে তাদের কোম্পানির বিশাল মার্কেটিং করার সুযোগ পেয়েছে।


লাফার্জ হলসিমের টেকনোলজি বিভাগের প্রধান ফখরুদ্দিন খান বলেন, হলসিম বিশ্বে সাস্টেইনেবল বিল্ডিং নির্মাণে কাজ করে যাচ্ছে। কার্বনের ব্যবহার হ্রাস এবং গ্রীন প্রোডাক্ট উৎপাদনে ৩০০ বিজ্ঞানী গবেষণায় নিয়োজিত আছেন এবং ১৫০০টি পেটেন্ট আছে। এছাড়াও, হলসিমের সাস্টেইনেবল বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।


অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ওবায়দুর রহমান, কেমিস্ট্রি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন ফয়সাল, সহকারী অধ্যাপক অজয় কুমার, গণিত বিভাগের চেয়ারম্যান অনিতা বিশ্বাস, শিক্ষক সুপ্তা ঘোষসহ সিভিল বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী।


বিবার্তা/মাসুদ/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com