
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন চলছে। এ নির্বাচনে ভোটাররা ২৫ জন প্রতিনিধি নির্বাচিত করবেন। ১৮ মার্চ, শনিবার সকাল ৯ টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৫ টা পর্যন্ত চলবে। ৪ টি কেন্দ্রে চলছে এই ভোট গ্রহণ। ভোট গ্রহণের ৪ টি কেন্দ্র হলো- নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও শারীরিক শিক্ষা কেন্দ্র।
এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করেছে। প্যানেল দুটি হলো: গণতান্ত্রিক ঐক্য পরিষদ ও টীম অপরাজেয়। গণতান্ত্রিক ঐক্য পরিষদ ২৫ টি পদের সবগুলোতে প্রার্থী দিয়েছেন। অন্যদিকে টীম অপরাজেয় নয়টি পদে প্রার্থী দিয়েছেন।
এছাড়াও প্যানেল ছাড়া একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মুহাম্মাদ আসাদ মিজান। তারা সবাই আওয়ামীপন্থী প্রার্থী। তবে বিএনপি সমর্থিত কোনো প্যানেলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি।
উল্লেখ্য, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ ঢাকার বাইরে গত ৪ মার্চ তারিখে ২৯টি কেন্দ্রে, গত ১১ মার্চ তারিখে ৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ তারিখে ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৫৯,৩২০জন।
বিবার্তা/রাসেল/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]