অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত রাবি উপাচার্য
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১৬:২৭
অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত রাবি উপাচার্য
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় মুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 


রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের 'সাবাস বাংলাদেশ' চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। ওইসময় শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে উপাচার্যকে অবরুদ্ধ করে ফেলেন তারা।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে অবরুদ্ধ থাকার পরে দেড়টার দিকে ছাত্রলীগের সহায়তায় উপাচার্য বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেন। পরে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীরা তাকে ভাসভবনে ঢুকতে দেন। 


এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, সদস্য সচিব আমানুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন। 


এখন পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের অবস্থান করছে। অনেক শিক্ষার্থী ঘটনাস্থল ত্যাগ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে একক নেতৃত্ব না থাকায় বিচ্ছিন্ন অবস্থা লক্ষ্য করা গেছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com