ছয় শিক্ষক-কর্মচারীকে ঢাকা বোর্ডে তলব
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১১:০৬
ছয় শিক্ষক-কর্মচারীকে ঢাকা বোর্ডে তলব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৬ জন শিক্ষক-কর্মচারীকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আপিল আরবিট্রেশন কমিটি। আগামী ১৯ মার্চ সকালে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাদী-বিবাদী হিসেবে তাদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।


ঢাকা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে তলব করা ৬ শিক্ষক-কর্মচারীর নামের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


ছয় শিক্ষক কর্মচারী হলেন, টাঙ্গাইলের গোপালপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত অফিস সহকারী মো. মাহমুদুল হাসান, মুন্সীগঞ্জের শ্রীনগরের রুসদী উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত অফিস করণিক বিজয় কুমার মুখার্জী , ধামরাইয়ের যাদবপুর বি এম স্কুল অ্যান্ড কলেজের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. আলী হায়দার, গাজীপুরের ঘাগটিয়ার আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজের বরখাস্তকৃত প্রভাষক শিল্পী আক্তার, নারায়ণগঞ্জের রূপগঞ্জের নবকিশলয় হাই স্কুল অ্যান্ড কলেজের বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক আখতারুননেছা, এবং টাঙ্গাইল সখিপুরের নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত নিরাপত্তা কর্মী মো. আরিফ খান।


জানা গেছে, আগামী ১৯ মার্চ (রোববার) সকাল ১০টায় ঢাকা বোর্ডের সভা কক্ষে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৬ শিক্ষক-কর্মচারীর শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য তাদের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com