জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সেকেন্ডারি এডুকেশন সার্ভের প্রতিনিধি দল। 


আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্যের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জাইকার প্রতিনিধি দল জাতীয় বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 


উপাচার্য ড. মশিউর রহমান জাইকার প্রতিনিধিদেরকে কাজ করার সুনির্দিষ্ট লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে এগুনোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ^বিদ্যালয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে সেটি অবশ্যই ফলপ্রসূ কোনো উদ্যোগ হতে হবে। সেকারণেই আগে লক্ষ্য ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন জরুরি।’


সাক্ষাৎ অনুষ্ঠানে জাইকার সেকেন্ডারি এডুকেশন সার্ভে প্রতিনিধি দলের টিম লিডার ছিলেন তাতসুয়া নাগুমো। এছাড়া অন্য সদস্যবৃন্দ হলেন- জাইকার সেকেন্ডারি এডুকেশন সার্ভের ডেপুটি টিম লিডার ইউসুকে মোরি, জাইকার সাউথ এশিয়া বিভাগের সদস্য ইতো সাকুরা। এছাড়া সংস্থাটির বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ উল্লাহ খান।


সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তী।   


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com