অমর একুশে অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়ার শিক্ষা দেয়: ঢাবি উপাচার্য
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৪
অমর একুশে অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়ার শিক্ষা দেয়: ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ৫২'র ভাষা আন্দোলন ও অমর একুশের চেতনা সর্বদা অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়, যা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে গতকাল ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার রাতে হল মিলনায়তনে আয়োজিত ৩ দিনব্যাপী *একাদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা'-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় ও জাতীয় কর্মসূচি হিসেবে প্রতিবছর কেন্দ্রীয় শহিদ মিনারে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়ে আসছে। বিশ্বে আর কোন বিশ্ববিদ্যালয়ের এরকম কর্মসূচি পালনের দৃষ্টান্ত নেই। মহান একুশের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে যুক্তি চর্চার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের জন্য উপাচার্য বিতার্কিকদের প্রতি আহ্বান জানান।


এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাব, কলেজ পর্যায়ে সরকারি বিজ্ঞান কলেজ ডিবেটিং ক্লাব এবং স্কুল পর্যায়ে শফিউদ্দীন সরকার একাডেমি এন্ড কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, কলেজ পর্যায়ে হলিক্রস কলেজ ডিবেটিং ক্লাব এবং স্কুল পর্যায়ে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ডিবেটিং ক্লাব।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 'বাংলা আমার প্রজ্বলিত গৌরব, উচ্চকিত প্রত্যয়' স্লোগান ধারণ করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৮টি, কলেজ পর্যায়ে ৮টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করে।


একুশে ডিবেটিং ক্লাবের সভাপতি সাফিন উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ সম্মাননীয় অতিথি এবং হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ ও ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো. শরীফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আলিফ।


বিবার্তা/সাইদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com