ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষন ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী পদক পেলেন তারিকুল
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২১
ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষন ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী পদক পেলেন তারিকুল
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী তারিকুল ইসলাম স্নাতক (সম্মান) ২০২২ সনের পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী পদক-২০২২ পেয়েছেন।


বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পদক ও সনদ তুলে দেন।


প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদকপ্রাপ্ত শিক্ষার্থীকে তার সফলতার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পদক প্রতিটি শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস এবং পদকপ্রাপ্ত শিক্ষার্থীর চলার পথে পাথেয় হয়ে থাকবে। তিনি মেধা ও জ্ঞানের প্রসার এবং যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফর রহমান।


বিবার্তা/সাইদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com