আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৃহীত কর্মসূচি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৃহীত কর্মসূচি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের নির্দেশনায় ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন উপলক্ষে যেসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে- ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে কলকাতার সেইন্ট জেভিয়ার্স (অটোনমাস) কলেজের এলামনাই প্রতিনিধিবৃন্দের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন, ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ। 


একুশের প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয়, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা পূর্ণ উত্তোলন এবং ক্যালো ব্যাজ ধারণ। 


বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্মৃতির মিনার এবং আঞ্চলিক কেন্দ্রসমূহ বিভাগীয় শহরের শহীদ মিনারে অভিন্ন ব্যানারে পুষ্পার্ঘ অর্পণ কর্মসূচি পালন করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকেও অনুরূপ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো হয়েছে। 


এছাড়া ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে একক বক্তৃতার আয়োজন করা হয়েছে।  


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com