শিরোনাম
জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাউশির নির্দেশনা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭
জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাউশির নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের জীববৈচিত্র্য রক্ষায় দেশের সকল সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।


শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।


এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যমান সকল সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নতুন প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল রক্ষা সংক্রান্ত প্রজ্ঞাপনের নির্দেশনা পরিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


এর আগে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে গাছ কাটা ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০৩০ সাল পর্যন্ত বন্ধ করা হলো। উক্ত সময়ে বনাঞ্চলের কোর-জোন রক্ষার্থে বাফার জোন এলাকায় স্থানীয় দরিদ্র জনগণের সম্পৃক্ততায় পরিচালিত অংশীদারিত্বভিত্তিক সামাজিক বনায়ন প্রক্রিয়া চলমান থাকবে।


বিবার্তা/রাসেল/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com