কলেজছাত্রীর ফাঁদে পড়লেই জিম্মি, গ্রেফতার ৩
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ১২:৪৭
কলেজছাত্রীর ফাঁদে পড়লেই জিম্মি, গ্রেফতার ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফেসবুকে প্রথমে পাতা হতো প্রেমের ফাঁদ। পরে দেখা করার কথা বলে বাসায় ডেকে আপত্তিকর ভিডিও ধারণের পর জিম্মি করে আদায় করা হতো টাকা। এমন অভিযোগে এক কলেজছাত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (৯এপ্রিল) দিনগত রাতে রাজধানীর মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার তিনজন হলেন- সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিশ উদ্দিন মুন (২২) ও খন্দকার শাওন (২৮)। এ ঘটনায় মোছা. তন্নী আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন।


সোমবার (১০ এপ্রিল) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান


তিনি বলেন, গ্রেফতার মারিয়া কলেজ শিক্ষার্থী। তিনি রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।


ওসি মহসীন জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। চক্রের মূলহোতা মারিয়া ও তার বান্ধবী তন্নী। তারা ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে। এরপর ছেলেদের সঙ্গে দেখা করার কথা বলে মিরপুরে বাসায় ডেকে আনতো।


তিনি জানান, বাসায় আগে থেকেই চক্রের বাকি তিনজন সদস্য ওঁত পেতে থাকত। বাসায় প্রবেশের পরই ভুক্তভোগীকে মারধর করে আপত্তিকর ভিডিও ধারণ করতো চক্রের সদস্যরা।


মিরপুর মডেল থানার ওসি আরও বলেন, এরপর ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করা হয়। একই পদ্ধতিতে হানিফ নামের একজন ভুক্তভোগীকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে চক্রটি। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেফতার করা হয়।


তিনি জানান, গ্রেফতারকালে তাদের কাছ থেকে নগদ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com