জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: জামিন পেলেন ক্যাসিনো সাঈদ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ১৫:৫৫
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: জামিন পেলেন ক্যাসিনো সাঈদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে ক্যাসিনো সাঈদকে জামিন দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত মামলাটিতে অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য ১৮ মে দিন নির্ধারণ করেছেন।


কাসিনো সাঈদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ তার জামিন মঞ্জুর করেছিলেন।


গত বছরের ১৭ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আতিউর রহমান সরকার সাঈদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।


সাঈদের বিরুদ্ধে ২০১৯ সালের ২০ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করে দুদক। বিনা অনুমতিতে বিদেশে অবস্থান করা ও ৩টি বৈঠকে অনুপস্থিত থাকায় ওই বছরের ১৭ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে অপসারণ করে।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com