ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাই : মূলহোতাসহ দুজন রিমান্ডে
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১৭:২৪
ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাই : মূলহোতাসহ দুজন রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল ও মিলন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


১৫ মার্চ, বুধবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গতকাল ১৪ মার্চ, মঙ্গলবার একই মামলায় গ্রেপ্তার হৃদয় নামে এক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত রোববার একই মামলায় গ্রেপ্তার আট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত।


রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, চালক আকাশ, ইমন ওরফে মিলন, সাগর মাতুব্বর, এনামুল হক বাদশা, সানোয়ার হোসেন, বদরুল আলম, মিজানুর রহমান ও সোনা মিয়া।


আদালতের তুরাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, ৯ মার্চ একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সশস্ত্র ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।


এ ঘটনায় রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।


বিবার্তা/রিয়াদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com