শিরোনাম
নরসিংদীতে দুই মিষ্টান্নের দোকানীকে অর্থদণ্ড
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৭:১৫
নরসিংদীতে দুই মিষ্টান্নের দোকানীকে অর্থদণ্ড
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে পঁচা মিষ্টি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় অভিজাত মিষ্টি বিপনী ফুলকলি ও কাঁটাবনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার বিকেলে নরসিংদী শহরের জেলখানা মোড় এলাকায় অবস্থিত দুটি মিষ্টি দোকানকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।


নরসিংদীর ভেলানগরে অবস্থিত কাটাবন এন্ড কোং থেকে পঁচা মিষ্টি বিক্রি করা হয়- দীর্ঘদিন ধরে গ্রাহকদের এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া ও শাহরুখ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দোকানটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ভেজাল মিষ্টি বিক্রির দায়ে কাটাবন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।



এ ছাড়া মূল্য তালিকা না থাকায় ফুলকলি সুইটস এন্ড পিউর ফুডস থেকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।


বিবার্তা/রাসেল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com