
পাবনার ঈশ্বরদীর সাহাপুরের নতুনহাটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রীন সিটির আবাসিক ভবন থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে রাইবাকভ মাকসিমের মরদেহ উদ্ধার করা হয়।
৩০ বছর বয়সি রাইবাকভ এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট রুশ নাগরিক ফ্রোলিওভ কক্সবাজারে ছুটি কাটিয়ে রবিবার সকালে নিজ কক্ষে ফিরে রাইবাকভ মাকসিমকে নিথর অবস্থায় মেঝেয় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে অবহিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রুশ চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হন। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কোম্পানির কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে লাশ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করবে।’
এখন থেকে প্রায় চার বছর আগে রূপপুর গ্রিন সিটি আবাসিক ভবন থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত জারিপয় রাভিল (৪২) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। জারিপ রাভিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিম এটোমস্ট্রয়ের নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]