
চাঁপাইনবাবগঞ্জ জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক বিরেন বেশরার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, রুপচান লাকড়া, মুকুল বিশ্বাস, নলিন চন্দ্র সরকার জাতীয় আদিবাসী উপজেলা সভাপতি শেফালী কেওয়া,সাধারণ সম্পাদক অনুকূল বর্মনসহ অন্যান্যরা।
বক্তারা বক্তব্যে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়গুলো তুলে ধরেন। আদিবাসীদের অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিরেন বেশরাকে সভাপতি, বাবুলাল ট্রপ্প্যকে সাধারণ সম্পাদক ও রুবেল হাঁসদাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট চাঁপাইনবয়াবগঞ্জ জেলা কমিটি ঘোষণা হয়েছে।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]