নন্দীগ্রামে দায়সারা ফটো সেশনে সীমাবদ্ধ জাতীয় সমাজ সেবা দিবস
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৬:৪১
নন্দীগ্রামে দায়সারা ফটো সেশনে সীমাবদ্ধ জাতীয় সমাজ সেবা দিবস
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হলেও কর্মসূচি ছিল পুরোপুরি দায়সারা। দিবসটিতে জনসম্পৃক্ত কোনো কার্যক্রমের ব্যবস্থা না থাকায়, শনিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত ফটো সেশন ও নামকাওয়াস্তে আলোচনা সভার মধ্যেই কর্মসূচি শেষ হয়েছে। প্রথমে র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি।


উপজেলা পরিষদ চত্বরে র‌্যালির মতো দাঁড়িয়ে ফটো সেশন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজসেবার বাস্তব চিত্র এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কার্যকর উদ্যোগ দেখা যায়নি।


সফল উদ্যোক্তা ও প্রতিবন্ধী সত্যন বলেন, আজ যে সমাজ সেবা দিবস, তা আমাদের মতো প্রতিবন্ধীরা জানতেই পারিনি। দাওয়াত পাওয়া তো দূরের কথা, আমাদের খোঁজ নেওয়ারও কেউ নেই। তিনি আরও বলেন, উপজেলা পরিষদের মেইন সড়কে আমার দোকান, কিন্তু এখন পর্যন্ত সমাজ সেবা দিবসের কোনো র‌্যালি বের হতে দেখিনি। ভবিষ্যতে সমাজ সেবা দিবস যেন শুধু ছবি তোলার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে প্রান্তিক মানুষের বাস্তব সমস্যার সমাধানে কার্যকরভাবে পালন করা হয়।


আরেক প্রতিবন্ধী জামাল হোসেন আবুল বলেন, যেখানে সমাজসেবা কার্যালয়ের সেবা পেতে মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, সেখানে সমাজসেবা দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে শুধু ছবি তোলার মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ কেন। আমার তো এমন চাইনি।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ফটো সেশন করার বিষয়টি স্বীকার করে বলেন, সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হয়েছে। তবে উপকারভোগীদের মাঝে পূর্ণ ঋণ প্রদান করা হয়েছে।


এবিষয়ে বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান বলেন, নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় অনুষ্ঠানিক ভাবে দিবসটি পালিত হওয়া কথা। শুধুমাত্র ফটো সেশনে অনুষ্ঠান পালন হওয়ার কথা নয়। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com