রাজশাহীর দুই আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:১১
রাজশাহীর দুই আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) ও রাজশাহী-২ (সদর) আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজশাহীর ছয়টি আসনের সংসদ সদস্য পদে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।


রাজশাহী-১ আসনে রিটার্নিং অফিসার আফিয়া আখতার যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী শরিফ উদ্দীন, এবি পার্টির প্রার্থী আবদুর রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।


তবে এই আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. আল সায়াদের মনোনয়নপত্রে মৃত ভোটারের স্বাক্ষর পাওয়া যায় এবং প্রস্তাবকারী হিসেবে দেয়া ১০ জন ভোটারের কাউকেই যাচাইয়ের জন্য পাওয়া যায়নি। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুলতানুল তারেকের আয়কর রিটার্নে স্বাক্ষরের ঘাটতি এবং ১০ জন প্রস্তাবকের মধ্যে ৬ জনকে না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া দলীয় প্রধান ও দলীয় সমর্থনের ফরমে স্বাক্ষরের অসঙ্গতির কারণে গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।


রাজশাহী-২ আসন (সদর) রাজশাহী সদর আসনে যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।


বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মু. সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মো. মেজবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম।


অন্যদিকে, ঋণ খেলাপির দায়ে এলডিপির প্রার্থী মো. ওয়াহেদুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে। মৃত ভোটারের স্বাক্ষর থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী মো. শাহাবুদ্দিন এবং স্বাক্ষর ও টিপসইয়ে গড়মিলসহ দুইজন মৃত ভোটারের নম্বর পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকাল ৩টা পর্যন্ত চলা যাচাই-বাছাইয়ে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা এবং হলফনামার তথ্য পর্যালোচনা করা হয়। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়ন জমা দেয়ায় ভোটের মাঠে রয়েছেন ৩৭ জন প্রার্থী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com