পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪০
পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর মির্জাগঞ্জে সিয়াম (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গুরুতর সিয়ামকে পটুয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এর আগে বিকেল সাড়ে ৩টায় উপজেলার সুবিদখালী সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত যুবক পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে।


আহত আবদুল আল মাহমুদ মির্জাগঞ্জের বাদল হাওলাদারের ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।


পুলিশ জানান, সিয়াম মির্জাগঞ্জে খালুর বাড়িতে বেড়াতে যান। ঘটনার সময় ওই দুই খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে যান। তখন দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তবে কি কারণে এই হামলা করা হয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখন পর্যন্ত জানা যায়নি।


আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়েছে। তিনি সুস্থ হলে এই ঘটনার সঠিক তথ্য জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে মির্জগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘এই ঘটনায় নিহতের বাবা জুয়েল তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আমরা একজনকে আটকও করেছি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com