সারাদেশ
কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২১:১০
কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা হয়।


এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান,কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো: নজরুল ইসলাম উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রাণী দাস,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিস্টু, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম প্রমুখ ।


সভায় উপজেলার সমস্যা ও সম্ভাবনাসহ সার্বিক চিত্র তুলে ধরেন বক্তারা। ডিসি তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।


এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ কাউখালী উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন,উপজেলা অফিসার্স ক্লাবের নতুন ভবন ্ও গণপাঠগার উদ্বোধন,উপজেলা নির্বাহী অফিসানেন কার্য়ালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।


বিবার্তা/রবিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com