সারাদেশ
গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানা সিলগালা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫৪
গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানা সিলগালা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে ভেজাল খেজুর গুড় কারখানায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পৌরসদরের গাড়িষাপাড়া মহল্লায় ভাই ভাই বানিজ্যালয়ে অভিযান চালিয়ে নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ দুইলাখ টাকা অর্থদন্ড ও কারখানা সিলগালা করেন।


জানা গেছে, ভাই ভাই বানিজ্যালয়ের মালিক দেলোয়ার হোসেন দুলাল সোনার দীর্ঘদিন ধরে ভেজাল খেজুর গুড় তৈরী করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় ওই জরিমানাসহ কারখানা সিলগালা করা হয়।


অভিযানে জানাগেছে, চিটাগুড়ের সাথে ক্ষতিকর কেমিক্যাল,কাপড়ে ব্যবহৃত রং ও অন্যান্য উপকরন মিশিয়ে ভেজাল খেজুর গুড় তৈরী ও বাজারজাত করায় ভোক্তা অধিকার আইনে ওই ব্যবস্থা নেয়া হয়।


অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও স্যানিটারি ইন্সপেক্টর মাধব চন্দ্র।


স্থানীয় সোহেল রানা,শহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,গুরুদাসপুরে অন্তত ১০টি ভেজাল খেজুর গুড় তৈরীর কারখানা আছে। শুধু জরিমানা করে ভেজাল রোধ করা সম্ভব নয়,প্রয়োজনে কারখানা উচ্ছেদ ও অপরাধিদের জেল প্রদান করতে হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাহমিদা আফরোজ বলেন, “প্রাকৃতিক খেজুর গুড়ের নামে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী ভেজাল খেজুর গুড় তৈরী করে বিপনন করে আসছিলো। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।#১৮-১২-২৫


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com