
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক,সাংবাদিক ও সূধীজনদের সাথে মতবিনিয়ম সভা করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান,ওসি মোঃ শামীম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন,জামায়াতের আমির মাওলানা মোঃ আলী হোসেন, গণঅধিকার পরিষদরে সভাপতি মোঃ আলাউদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন,বীরমুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার ডাকুয়া,জুলাইযোদ্ধা নুপুর আখতার, ছাত্রপ্রতিনিধি লুলু আল মারজান প্রমুখ।
আলোচনার পরে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন ।
এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ পাড়েরহাট রাজলক্ষ্ণী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পাড়েরহাট ভূমি অফিস এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, আপনারা যারা বক্তব্য দিয়েছেন সবাই গুরুত্বপূর্ন বক্তব্য দিয়েছেন । তবে একটি বিষয় আমি বলবো মাদক বন্ধ করতে হলে সামাজিক ভাবে আন্দোলন করা দরকার। আন্দোলনের মাধ্যমে এদেশে সবকিছু সম্ভব। সামনে আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সব প্রার্থীই সমান। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে। আগামীর নির্বাচন যেকোনো মূল্যে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আমরা বদ্ধপরিকর। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]