
বরিশালের আগৈলঝাড়ায় টিএমএসএস এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহস্থের চীনাহাঁস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির এক মাঠকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে।
জানা গেছে, ফুল্লশ্রী গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সদস্য। এই এনজিও থেকে চলতি বছরের প্রথম দিকে ৬০ হাজার টাকা ঋণ নেন তিনি। এর পর থেকে প্রতি সপ্তাহে ১ হাজার ২৫০ টাকা নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তাদের বাড়িতে কিস্তির টাকা নিতে আসেন মাঠকর্মী ফিরোজ খান। হাফিজা টাকা পরে দিবেন জানালে ফিরোজ খান টাকার পরিবর্তে হাঁস দাবি করেন। এতে অপারগতা জানিয়ে হাফিজা পাশের বাড়ি চলে যান। এ সুযোগে ফিরোজ খান ও তার সহযোগী উঠান থেকে একটি চীনাহাঁস ধরে নিয়ে যান।
হাফিজা খানম জানান, একটি কিস্তির টাকা কিছুদিন পরে পরিশোধ করব বলেছিলাম। এরপরও তারা আমার অবর্তমানে মেয়ের শখের হাঁসটি নিয়ে যায়। হাঁসটির দাম এক হাজার ৫-৬০০ টাকা হবে।
এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, টিএমএসএস এনজিও আগৈলঝাড়া এনজিও সমন্বয় পরিষদের আওতাভুক্ত নয়। তবে কিস্তির টাকার পরিবর্তে ঋণগ্রহীতার বাড়ি থেকে কোনো জিনিস আনার বৈধতা নেই। একই কথা বলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস।
অভিযুক্ত ফিরোজ খান ঋণগ্রহীতা হাফিজা খানমের বাড়ি থেকে হাঁস আনার কথা স্বীকার করেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]