
নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় রেজাউল ইসলাম (৪২) নামে একজন সার-কিটনাশক ব্যবসায়ী নিহত হয়েছেন।৮ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় দুর্ঘটনার পর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।রেজাউল ইসলাম উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহত রেজাউল ইসলামের চাচাতো ভাই ওহিদুর রহমান জানান,রেজাউল ইসলাম কাশিমপুর নগর ব্রীজ এলাকায় সার-কিটনাশকের ব্যবসা করতেন। সোমবার সন্ধার পর তিনি ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে আবাদপুকুর যাবার সময় সড়কের সোনাকানিয়া এলাকায় মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কে পরে যান। এর পর পথচারীরা দেখতে পেয়ে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। সেখানেও কোন উন্নতি না হওয়ায় রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]