
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা -গড়বে আগামীর শুদ্ধতা”-এ প্রতিপাদ্য সামনে নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করর্ণী শীর্ষক আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কে এম হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন,ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা, পিআইও মিলন তালুকদার, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির তালুকদার, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইমরান হোসেন,পাড়েরহাট আরএল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হায়দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ মনিরুজ্জামান,ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া,সাংবাদিক আলতাফ হোসেন, জুলাই যোদ্ধা লুলু আল মারজান প্রমুখ।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]