রাণীনগর ও আত্রাইয়ে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭
রাণীনগর ও আত্রাইয়ে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগর ও আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামীসহ মোট ৭জনকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ঝুন্টু আলী (৩০) ও কাশিমপুর দূর্গাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী রিমা খাতুন (২৬)।


আত্রাই উপজেলার উপজেলার মারিড়য়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে কেরামত আলী,নওদুলী মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা,জামগ্রামের গোলাম মহিউদ্দীনের ছেলে লতিফুল কবির ও বলরাম চক চৌধুরীপাড়া গ্রামের ওসমান সরকারের ছেলে ওয়াজ করুন, ভরতেতুৃলিয়া গ্রামের রাজি আলীর স্ত্রী নিশি খাতুন।


গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উভয় থানা-পুলিশের কর্মকর্তা।


বিবার্তা/সাহাজুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com