রামেক হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮
রামেক হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।


শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ওই রোগী মারা যান। এ সময় সেখানে ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা।


নিহত রোগীর নাম মোছা. এলেমা। তিনি নগরীর জিন্নাহনগর এলাকার মো. আলমের স্ত্রী।


মো. আলম বলেন, 'আমরা বিকাল ৪টার পর হাসপাতালে আসি। আমি একা মানুষ, জাস্ট শুধু আমি হেলপ চেয়েছি, আমাকে হেলপটাও করছে না তারা। অক্সিজেন না পাওয়ার কারণে সে মারা গেল। নিশ্বাস নিতে পারছিল না। আমি বলছিলাম, আমার রোগীর যা হবে হবে, অক্সিজেনটা দেন ভাই। কিন্তু আমার দিকে তাদের কোনো লক্ষ্যই নাই, অন্যদিক নিয়ে ব্যস্ত ছিল। কেউ আসেনি।'


রোগীর ভাতিজা খায়রুল হাসান রুবেল বলেন, কাকি নিজে অক্সিজেন চাচ্ছে। বলছিল, আমাকে অক্সিজেন দিতে বলো, তাহলে আমি ভাল হবো। অজ্ঞান অবস্থায় ছিল তখন আবার অক্সিজেন চাচ্ছে। এর আগেও এরকম অবস্থা হয়েছে, অক্সিজেন দিলে ঠিক হয়।


রুবেল বলেন, ওরা বলছিল স্যারের ওখানে এই লিয়ে আসেন। ওখানে ২০ টাকা দেন, ওখানে ৩০ টাকা দেন, ওখানে ৫০ টাকা দেন। এসব লাগিয়েছে ওরা। আমরা বলেছি, দুটাকার কাছে ৫ হাজার লেন, হাত ধরছি পা ধরছি শুধু অক্সিজেনটা দেন৷ তারা অক্সিজেন না দিয়ে ওয়ার্ডে পাঠিয়ে দেয় অক্সিজেন ছাড়া। ওয়ার্ড পর্যন্ত যাওয়া অবস্থায় রোগী ধড়ফড় করে মারা গেছে।


রুবেল অভিযোগ করে বলেন, হান্ড্রেড পারসেন্ট ডাক্তারের অবহেলার কারণে মারা গেছে। আমি কথা বলতে যাই, আনসাররা বলে আমরা যা করি ভালোর জন্য করি। আমাদেরকে পুলিশ বাহিনী ডাকতে বাধ্য করেন না। আমরা যদি ফোন দি, তাহলে আপনারা টিকতে পারবেন না। বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয় আমাদেরকে।


তবে দায়িত্ব পালনে অবহেলা হয়নি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, সাড়ে ৫টা নাগাদ জরুরি বিভাগে একটা মহিলা রোগী আসে। তাৎক্ষণিকভাবে তাকে অক্সিজেন দেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক ভর্তি নিশ্চিত করেন। ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি নেওয়ার পর অক্সিজেন নেওয়ার পর জরুরি বিভাগ ত্যাগ করেন। ৩৬ নম্বর ওয়ার্ডে অবস্থায় অবনতি হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ডা. শংকর রোগীর স্বজনদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, এর পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা হয়েছে, তা ন্যক্কারজনক ও নিন্দনীয়। রোগীর স্বজনরা জরুরি বিভাগের অন ডিউটি দুজন সিনিয়র স্টাফ নার্স ও একজন এমএলএসএসকে অতর্কিতভাবে পেছন থেকে আঘাত করে। তারা হাসপাতালে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। পরিচালক মহোদয় তখন অবহিত হন এবং পুলিশকে জানানো হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com