নাজিরপুরে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৩১
নাজিরপুরে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান
না‌জিরপুর ( পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন।


দোয়া অনুষ্ঠানে মাসুদ সাঈদী আরোও বলেন, আমার শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ.-কে বেগম খালেদা জিয়া অকৃত্রিম শ্রদ্ধা করতেন এবং একই সাথে আল্লামা সাঈদীও তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আমরা বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে আমাদের কোন বিভেদ নেই। তিনি দলমতের উর্ধ্বে উঠে দেশ গঠনের রাজনীতি করেছেন। তিনি আলেমদের অসম্ভব রকম শ্রদ্ধা করতেন এবং সকল ঘরানার আলেম তার নেতৃত্বের জোটে ঐক্যবদ্ধ হয়েছিলেন।


তিনি বলেন, আমরা আগেও যেমন তার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এখনো ঠিক একই রকম শ্রদ্ধাশীল আছি। আমরা তাকে ভালোবাসি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য


তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমি, আমার পরিবার ও আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই সময়ে তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। দেশের গণতান্ত্রিক উত্তরণের সংকটময় এই সময়ে দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়াকে আবার সুস্থ শরীরে আল্লাহ তায়ালা ফিরিয়ে দিন আমরা সেই দোয়া করছি।


বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নাজিরপুর উপজেলা শাখার আহবায়ক মাওলানা ইরফান আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ খান রুবেল এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির নাজিরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদল, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বেলায়েত মাঝি, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিন ফরাজি, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিলটন মাঝি।


অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা ইরফান আহমেদ। কোরআন তেলাওয়াত করেন যুগ্ম আহবায়ক মাওলানা আরিফুল ইসলাম, গজল পরিবেশন করেন মাওলানা বেল্লাল হোসেন।


বিবার্তা/ম‌শিউর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com