
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৪ কারবারী গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে জেলার সদর থানাধীন ৬নং মহারাজপুরে অভিযান চায়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহিন (৩৮), পিতা-এনামুল, সাং-ভাগ্যবানপুর গাইনপাড়া ০৫ নং ওয়ার্ড, ২। কবির (২৭), পিতা-মৃত এনামুল, সাং-লক্ষীপুর কদুড়তলা, উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে’কে ৩৮০গ্রাম গাঁজা ও ৫৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে এবং একই তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে আম বাগানের ভিতর থেকে ১০ টা ৩০ মিনিটে মাদক কারবারী ১। মোঃ মমিন আলী (৪২), পিতা-মৃত মোস্তফা, ২। মো. আবু হায়াত (৬২), পিতা-মৃত বজলুর রহমান, উভয় সাং-চক আলমপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ২৯০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর ২০২৫ তারিখ র্যাব-৫, সিপিসি-১ এর পৃথক দুইটি অভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ৬ নং মহারাজপুর ইউপির ০৫নং ওয়ার্ডস্থ বালু বাগান এলাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে আম বাগানের ভিতরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচানা করে তাদের গ্রেফতার করা হয়।
বিবার্তা/মোস্তাফিজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]