শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর: আসামিদের গ্রেফতারের দাবিতে কলমবিরতি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২২:৪৬
শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর:  আসামিদের গ্রেফতারের দাবিতে কলমবিরতি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নকলায় কৃষি অফিসারকে মারধরের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে টানা ৩ দিনের কর্মসূচির ১ম দিনে জেলায় কলমবিরতি পালন করছে জেলা কৃষি কর্মকর্তারা।


১১ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা শহরের উপপরিচালকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই কলমবিরতি অনুষ্ঠিত হয়।


জেলা কৃষি বিভাগ জানায়, ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম গ্রেফতার হয়নি। তাই এঘটনায় অনেক কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতে শংকায় রয়েছেন। ইতিমধ্যে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ময়মনসিংহ কৃষি বিভাগ থেকে বিভাগীয় কমিশনার এবং রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলম বিরতি পালন করা হচ্ছে। এই কর্মসূচি বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে একযোগে পালিত হচ্ছে। এছাড়া আগামী ১২ নভেম্বর অবস্থান কর্মসূচী এবং ১৩ নভেম্বর মানববন্ধন অনুষ্ঠিত হবে।


উল্লেখ্যে গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর (৩২) বিরুদ্ধে। ঘটনার পর ওইদিন রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে কৃষি অফিসার মোরসালিন মেহেদী এবং মামলায় ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও ফজলুকে আসামি করা হয়।পরদিন ৬ নভেম্বর দুপুরে অভিযোগ প্রমানিত হওয়ায় ঘটনার পরদিন কাইয়ুমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।


দাবী আদায় না হলে আগামী দিনে আরো বৃহৎ কর্মসূচী আসতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com