
নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেন, জনগণের বন্ধু হতে হলে এমপি হতে হয় না। শুধু মনের ভালোবাসা থাকতে হয়। তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, তবু হাল ছাড়িনি।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশাল জনসভা তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীর পাশে থেকে জীবন বাজি রেখে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছি, কারো সঙ্গে আপোশ করিনি।
সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুলের সভাপতিত্বে বক্তব্যে রাখেন-সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]