
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন তার ছেলে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ধন মিয়া ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে। রাতে তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা।
এ ঘটনায় অভিযুক্ত মাসুক মিয়া ভুক্তভোগী ধন মিয়ার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে।
কান্না জড়িত কণ্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে বলেন, আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে। আমি ঐতিহ্যগত ভাবেই কৃষক। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে ৭টি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। তাকে দান করা বাড়িতে নিজে বাড়ি না করে আমার বসবাস করা বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে সোমবার সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে এছাড়াও হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে অস্ত্রের আঘাতে। উনাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাসুক মিয়ার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
নাসিরনগর থানার ওসি আজহারুর ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]