অতিরিক্ত ভাড়া নেয়ায় ৩ জনের কারাদণ্ড
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৪:৪৩
অতিরিক্ত ভাড়া নেয়ায় ৩ জনের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারে পরিবহণ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে তিন জনকে আটক করে যৌথ-বাহিনী। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।


দণ্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার নুরু মন্ডল পাড়া গ্রামের মো. শহিদ প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক(৩১), কিয়ামদ্দি মেম্বার পাড়া গ্রামের মো. তারক আলী খাঁর ছেলে মো. এলাহী খাঁ (৩১), শাহদত মেম্বার পাড়া গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।


নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ জানান, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পরিবহণ থেকে ফেরি পারাপারের ভাড়া নেয়ার অপরাধে তিন জনকে আটক করা হয়। আটককৃত তিনজন তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


তিনি আরও বলেন, আটককৃতরা গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বলে স্বীকার করে।


অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ, রাজবাড়ি সেনা ক্যাম্পের মেজর জনাব রেজাউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বিআইডব্লিউটিএ-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com