
নরসিংদী শহরে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম অহিদ সরকার (৪০)।
২০ অক্টোবর, রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।
সকাল ৮ টায় ঘটনাটি ঘটেছে নরসিংদীর বিলাসদী চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ সংলগ্ন এলাকায়। নিহতের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি হাজিপুর এলাকায় ভাড়া থাকতেন।
নিহত অহিদের ভাগিনা মানসুর আহম্মেদ জানান, অহিদ নরসিংদী হাজিপুর এলাকায় একটি দোকানে কাঠ মিস্ত্রির কাজ করতেন। মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা পেতেন তিনি। পাওনা টাকা চাইতে গেলে তাকে গণপিটুনি দেওয়া হয়।
নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নুর মোহাম্মদ রাকিব বলেন, অহিদকে আহত অবস্থায় সকাল ৯ টায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে গণপিটুনি দেওয়া আঘাতের মতো দেখা যায়। তাকে তাৎক্ষণিক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হলে সকাল সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, অহিদকে কে বা কারা হত্যা করেছে এবং কি কারণে হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে।
বিবার্তা/কামাল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]