দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: খোকন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৯:৩৫
দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।


তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের মানুষ ৫০ বছর পিছিয়েছে। জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা ভিক্ষুকের টাকা পর্যন্ত চুরি করেছে। যারা ভিক্ষুকের টাকা চুরি করে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। বিএনপির জনগণের ভালবাসা ও কল্যাণের রাজনীতি করে। আগামী দিনে জনগণের শাসক নয় সেবক হিসেবেই থাকতে চায় বিএনপি। জনগণ থেকে প্রত্যাখাত আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে, তারা আগামী একশত বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না।


১৯ অক্টোবর, শনিবার বিকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর কাজিরকান্দি ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার, সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভূইয়া, সাবেক জিএস এস. এম শরীফ, বিএনপি নেতা ডা. নজরুল ইসলাম, আল আমিন, কমল মেম্বার প্রমুখ।


খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগের পুর্নজন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মজিবুর রহমান ১৯৭৫ সালে এক দলীয় শাসন বাকশাল কায়েম করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র এবং সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।


তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে সাধারণ মানুষের মূল দাবি হলো খুব দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে বেছে নিতে অধীর আগ্রহে বসে আছে। দেশে বিগত সময়ে আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট হয়েছে তা পৃথিবীর কোথাও এমন নজির নেই। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের একটাই দাবি রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।


বিবার্তা/কামরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com