
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রামপুর ভাসানী মার্কেটে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর, সোমবার বেলা ১১টায় উপজেলার বৃহত্তর রামপুর পেশাজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।
রামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, সাবেক ডিন এবং বৃহত্তর রামপুর পেশাজীবী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুর রউফ।
এসময় বক্তব্য রাখেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, জনতা ব্যাংক রামপুর শাখার সিনিয়র অফিসার মুনাব্বির আল মামুন, সাংবাদিক রাইসুল ইসলাম লিটন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদ আল সাদ, শিক্ষার্থী মারিয়া জাহান মুক্তি, আতিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা এলাকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া ও সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
বিবার্তা/বাবু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]