রংপুরে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা-ফেনসিডিল জব্দ, গ্রেফতার ৫
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১৫:৪১
রংপুরে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা-ফেনসিডিল জব্দ, গ্রেফতার ৫
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৩৪৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৫ মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৩।


২৫ মার্চ, সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর স্কোয়াড্রন লিডার ও উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।


সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় চারটি অভিযান পরিচালনা করে। চারটি সাঁড়াশি অভিযান থেকে ৩০ কেজি গাঁজা ও ৩৪৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৫ মাদককারবারি গ্রেফতার করা হয়।


প্রথম সাঁড়াশি অভিযানে ২৪ মার্চ দুপুরে রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ব্রাক মোড় সংলগ্ন কুটিপায়রা ডাঙ্গা এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ৮৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কুটিপারার আব্দুল মজিদের ছেলে।


একই দিনে রাত সোয়া ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চাপারহাট বাজারস্থ স’মিলের সামনে চাপারহাট এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ২৬১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সজিব রানা গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ জাওয়ানী এলাকার ফজলুল হকের ছেলে।


এর কিছুক্ষণ পরেই অপর একটি অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পলাশবাড়ী পৌরসভার রংপুর-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করে সাড়ে ১৮ কেজি গাঁজা ও ১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি এরশাদুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতার এরশাদুল কুড়িগ্রাম জেলার উত্তর ধনঞ্জয় এলাকার কছির উদ্দিনের ছেলে।


২৫ মার্চ, সোমবার সকাল ৭টার দিকে একটি আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানার রহমতপুর স্কুল পাড়ায় সোয়া ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মিঠাপুকুর থানার রহমতপুর স্কুল পাড়া এলাকার আফসার এর ছেলে সাহাফুল (২৫), ও শরিফুল (১৯)।


র‌্যাব ১৩ এর স্কোয়াড্রন লিডার ও উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ আরও জানিয়েছেন, র‌্যাব ১৩ বাদী হয়ে চারটি মাদক মামলা রুজু করে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com