
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২১ জানুয়ারি, রবিবার দুপুর ১২টার দিকে রূপসার নৈহাটি ও নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপসা উপজেলার নৈহাটী বালিকা বিদ্যালয়ের অদূরে ট্রলির ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, খুলনায় নতুন বাজার লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ নতুন বাজার চর এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, নগরীর লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিকআপের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিল। দুইজন গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে নাহিদকে মৃত ঘোষণা করা হয়। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]