
সাভারে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
২১ জানুয়ারি, রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ
করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতের যেকোনো সময় দুর্বৃওরা অজ্ঞাত ওই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার জন্য সাভারের আমিনবাজার ইউনিয়নের বরদেশী গ্রামের একটি ডোবায় ফেলে যান। পরে সকালে তার লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এবিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ বলেন, অজ্ঞাত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে ও হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে।
অপরদিকে, আশুলিয়ার রাঙ্গামাটিয়া এলাকা থেকে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও আশুলিয়ার জিরাবো এলাকায় চালঞ্চ্যকর সুমাইয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। এঘটনায় হত্যাকারী রাব্বিকে যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]