
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার যোগীতলা বিদ্যা পুকুর এলাকা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ ডিসেম্বর, রবিবার সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, সকালে যোগীতলা বিদ্যা পুকুর এলাকায় স্থানীয় নুরুল হক মোক্তারের বাড়ির পাশে ধানের পরিত্যক্ত জমিতে ১০-১২ বছর বয়সী অজ্ঞাত ওই শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ভিকটিম শিশুটির শরীরের বিভিন্ন স্থানে নতুন ও পুরাতন পোড়া ও কাটা দাগ আছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ভিকটিম শিশুটি কারো বাসার কাজের মেয়ে। নানা সময় ভিকটিম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। দুর্বৃত্তরা ৮-১০ ঘণ্টা আগে তাকে হত্যার পর মৃতদেহ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]