শিরোনাম
নাটোরের প্রভাষক বাবলুকে নির্বাচনি তদন্ত কমিটির তলব
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:২৮
নাটোরের প্রভাষক বাবলুকে নির্বাচনি তদন্ত কমিটির তলব
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় নাটোরের বনপাড়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের শিক্ষক ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন বাবলুকে তলব করেছে সংশ্লিষ্ট নির্বাচন তদন্ত কমিটি। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার মধ্যে তাকে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


শুক্রবার (২৯ ডিসেম্বর) নাটোর-৪ আসনের নির্বাচনি তদন্ত কমিটি হিসেবে পাবনার সহকারী জজ আরিফুল ইসলাম তাকে তলব করেছেন।


মো. মোয়াজ্জেম হোসেন বাবলুকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, সূত্রের মাধ্যমে নির্বাচনি অনুসন্ধানী কমিটির জানতে পারে যে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষে নির্বাচননি প্রচারণা চালাচ্ছেন। একজন সরকারি কলেজের প্রভাষক হয়ে রাজনৈতিক কাজে অংশ নেওয়া ও নির্বাচনি প্রচারণা চালানো আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) অধিক্ষেত্রের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৬ এবং নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১৪(২) বিধি'র লঙ্ঘন বলে প্রমাণ হয়।


এই অবস্থায় আইন ভাঙার কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে মর্মে শনিবার (৩০ ডিসেম্বর) তারিখে বিকেল ৪টায় সশরীরে হাজির হয়ে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে আপনাকে নির্দেশ দেওয়া হলো।


বিবার্তা/শুভ/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com